শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনের প্রতি শরণার্থীদের সহায়তার আহ্বান ফ্রান্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

ফ্রান্সের ক্যালে বন্দরে আটকে আছেন বিপুল পরিমাণ ইউক্রেনিয়ান শরণার্থী। তাদেরকে উদ্ধারে আরো অনেক কিছু করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি বলেছেন, সেখানে অনেক শরণার্থীকে ফেলে যাচ্ছেন ব্রিটিশ কর্মকর্তারা। কারণ, তাদের সঙ্গে প্রয়োজনীয় ভিসা বা পেপারওয়ার্ক নেই। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে উদ্দেশ্য করে ইউরোপ১ রেডিওকে ডারমানিন বলেন, ব্রিটিশ পক্ষের সঙ্গে দু’বার যোগাযোগ করেছি। ক্যালে’তে একটি কনস্যুলেট স্থাপনের জন্য অনুরোধ করেছি। তার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি নিশ্চিত তিনি একজন শালীন মানুষ। নিশ্চিত, তিনি এই সমস্যা সমাধান করবেন। ডারমানিন আরও বলেন, কয়েকদিনে ইউক্রেনের কয়েক শত শরণার্থী পৌঁছেছেন ক্যালেতে। তারা ব্রিটেনে অবস্থানকারী পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত হতে চান। কিন্তু তাদের অনেককে ফিরিয়ে দিচ্ছেন বৃটিশ কর্মকর্তারা। বলা হচ্ছে, প্যারিস বা ব্রাসেলসে ব্রিটিশ কনস্যুলেট থেকে ভিসা সংগ্রহ করতে। এ অবস্থায় রোববার ব্রিটিশ আইনমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, যদি ভিসা ছাড়া এসব শরণার্থীকে ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হয়, তাহলে ইউক্রেনকে সহায়তা খর্ব করা হবে। বিবিসির সানডে মর্নিং প্রোগ্রামে তিনি বলেন, আমরা যদি দরজা উন্মুক্ত করে দিই, তাহলে প্রকৃত শরণার্থীকে সুবিধা দিতে পারবো না। তাই আমি মনে করি, এটা করা ঠিক হবে না। যাদের প্রকৃতপক্ষে সাপোর্ট প্রয়োজন, তাদের জন্য আমরা কাজ করছি, এটা নিশ্চিত হতে হবে। ডমিনিক রাব আরও বলেন, তার হিসাবে প্রায় দুই লাখ ইউক্রেনিয়ান পরিবারের ওপর নির্ভরতার সূত্র ধরে ব্রিটেন যেতে পারেন। তিনি বলেন- আমরা জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবো। আরও কাজ করবো বিভিন্ন ব্যক্তি, ব্যবসা ও দাতব্য সংস্থার সঙ্গে। এরই মধ্যে আমরা মানবিক সাহায্য হিসেবে ২২ কোটি পাউন্ড দিয়েছি। এই সহায়তা সরাসরি যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষের কাছে এবং শরণার্থীদের কাছে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন