ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ঘটনায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সাত রুশ ধনকুবেরের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই তালিকায় যারা রয়েছেন- রোমান আব্রামোভিচ, ইগোর সেচিন, ওলেগ দেরিপাসকা ও দিমিত্রি লেবেডেভ। নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভূক্ত করায় তাদের সম্পদ জব্দ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের মালিক আব্রামোভিচ, ইন+ গ্রুপে রয়েছে দেরিপাসকার বিনিয়োগ, সেচিন হলেন রোজনেফটের প্রধান নির্বাহী এবং ব্যাংক রসিয়ার বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান লেবেডেভ।
যুক্তরাজ্য একটি লাইসেন্স তালিকা প্রকাশ করেছে। এতে চেলসিতে ফুটবল সংশ্লিষ্ট একাধিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনে পুতিনের সামরিক অভিযানকে যারা সমর্থন করছেন তাদের জন্য কোনও নিরাপদ স্বর্গ থাকতে পারে না।
আব্রামোভিচের এক মুখপাত্র রয়টার্সকে জানান, তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নিয়ে তারা মন্তব্য করতে পারছেন না। সূত্র : রয়টার্স
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন