শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাচোলে পুলিশের হাতে আটক মোটরসাইকেল চোর

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৮:৪০ পিএম

নাচোলে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রহিম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঠপাড়া এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

আটক রহিম শিবগঞ্জ উপজেলার খাসের হাট সাতরশিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মোটরসাইকেলের মালিক আলমগীর কবির কাজল বলেন, ‘দুপুরে মোটরসাইকেলটি থানা গেটের মাইক্রো স্ট্যান্ডে রেখে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। এরই মধ্যে তাকিয়ে দেখি দুজন অপরিচিত লোক মোটরসাইলেটি নিয়ে পালাচ্ছে। তখন দিশেহারা হয়ে পুলিশের টহল দলকে খবর দিই। পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে উপজেলার মাঠপাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।’

থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোত্তালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সঙ্গে সঙ্গে ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়। পরে মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়েছে।’

এর আগে ৪ মার্চ নাচোল বিএম মার্কেট চত্বর থেকে আব্দুল গণির নামের এক ব্যক্তির একটি হিরো মোটরসাইকেল চুরি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন