শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৩১ মার্চ পর্যন্ত ধর্মঘট স্থগিত করলো মাঠ প্রশাসনের কর্মচারীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১০:৪৫ এএম

পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠ প্রশাসনের কর্মচারীদের চলমান ধর্মঘট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবিপূরণ না হলে আগামী ১ এপ্রিল ঢাকায় মহাসমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আজ (১২ মার্চ) বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির মহাসচিব কাজী মনিরুজ্জামান এ তথ্য জানান।

ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আকবর হোসেনসহ দুটি সংগঠনের অন্যান্য সভায় নেতারা উপস্থিত ছিলেন। পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে গত ১ মার্চ থেকে মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘট কর্মসূচি শুরু হয়। ফলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাম জারি, জলমহাল, চলমান টেন্ডার কার্যক্রম, ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, মিসকেস ও গণশুনানির মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ। এতে অচলাবস্থা তৈরি হয়েছে মাঠ প্রশাসনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন