ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কয়েলের আগুনের সূত্রপাত থেকে বেশ কয়েকটি দোকা পুড়ে যায়। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো যানা যায়নি।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে সোমবার সাপ্তাহিক হাটের দিন ছিলো। তাই বাজারের চুরি মহালের ব্যবসায়ীরা সারাদিন বেচা-কেনা করে কেউ দোকান ঘুচিয়ে চলে গেছে আবার অনেকেই দোকান ঘোচাচ্ছে। এসময় একটি কাগজের দোকান থেকে হঠাৎ আগুন লেগে চারিদিকে চড়িয়ে পড়ে বলে ধারণা করছে বাজার ব্যবসায়ীরা। এসময় বাজারের ব্যবসায়ীরা আগুন দেখে নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে না আনতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়ার দুটি ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো বলা যানা যায়নি।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।৷ তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনি বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন