সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে।তবে ভাগ্যক্রমে হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মূখি একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্টো)ব-১৩-০০০১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুন্ড স্কুল এন্ড কলেজ এলাকা অতিক্রম করছিল। এসময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। পড়ে গাড়িতে থাকা শিশুসহ অন্তত শতাধিক যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে সড়কের পাশ থেকে দূরে সরে যায়। এঘটনার খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে স্থানীয় বাসিন্দা মোঃ ইকবাল হোসেনসহ অনেকেই বলেন,গাড়িতে চিৎকার সুনে সামনে গিয়ে দেখি পুরো গাড়িটি দাউ দাউ করে জ¦লে যাচ্ছে। এসময় বাসে থাকা শিশুসহ যাত্রীরা সবাই গাড়ি থেকে দ্রুত নিচে নেমে পড়ে। এরপর বাসের মালামাল রাখার বক্স থেকে ৯টি ছাগল আমরা উদ্ধার করি।তবে একটি ছাগল সামান্য পুড়ে গেলেও সবগুলো ছাগলই অক্ষত ছিল। এবিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন অন্যান্য স্থানে পৌছানো আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে ভাগ্যক্রমে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি সম্ভবত ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে। তিনি বলেন ইঞ্জিনের ওভার হিট থেকেই গাড়িতে আগুন লেগে যায়। এতে করে বাসের আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি আমরা। এদিকে বার আউলিয়া হাইওয়ে ওসি মোঃ নাজমুল হাক বলেন, বাড়বকুন্ডে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সে কারণেই কোন পরিবহনের বাস এবং কোন জেলার গাড়ি তাৎক্ষনিক বোঝা যাচ্ছে না। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন