বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৫:২৮ পিএম

বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে ২ লাখ টাক অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৗমুহনী দক্ষিণ বাজারস্থ হাজীপুর অটো রাইস মিল গুদামের পাশের ভবনে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন তৈরীর প্রমাণ পাওয়ায় কারখানার মালিক আবদুল্লাহ ওরফে শামীমকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিক কারখানায় ব্যবহৃত ৩ টি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন