শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার : ৫০ হাজার টাকা অর্থদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম | আপডেট : ৬:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

নোয়াখালীতে বেগমগঞ্জে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করায় একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফেনী রোড পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারীকে নামে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । অভিযানে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ঐ বেকারী মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন