বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চেতনার বাতিঘর নামক প্রতিকৃতির উদ্বোধন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:১৬ পিএম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে চেতনার বাতিঘর নামক বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

পরে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা মন্ত্রণালয়ের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা
উজ্জ্বল বিকাশ দত্ত, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন