রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

১১ বিলিয়ন ডলার জরিমানা থেকে বাঁচল পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) অফিসের পাশাপাশি নিরাপত্তা সংস্থার কঠোর প্রচেষ্টার পরে বেলুচিস্তানের চাগাই জেলার রেকো ডিক প্রকল্পে আদালতের বাইরে নিষ্পত্তি করায় দেশটি ১১ বিলিয়ন ডলার জরিমানা থেকে বাঁচতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান রোববার টুইট করেছেন, ‘১০ বছরের আইনি লড়াই এবং আলোচনার পর রেকো ডিক খনির উন্নয়নের জন্য ব্যারিক গোল্ডের সাথে সফল চুক্তির জন্য আমি বেলুচিস্তানের জাতি ও জনগণকে অভিনন্দন জানাই’। প্রধানমন্ত্রী ইমরান খান রোববার টুইট করেছেন। বেলুচিস্তানে বিনিয়োগ করা হবে, ৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে’ তিনি যোগ করেন। প্রধানমন্ত্রী আরো লিখেছেন যে, রেকো ডিক সম্ভবত বিশ্বের বৃহত্তম সোনা এবং তামার খনি হবে। ‘এটি আমাদের পঙ্গু করা ঋণ থেকে মুক্ত করবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির একটি নতুন যুগের সূচনা করবে’। অর্থমন্ত্রী শওকত তারিনও নিশ্চিত করেছেন যে, পাকিস্তান রেকো ডিক প্রকল্প পুনর্গঠনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। ইসলামাবাদে জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেনজোর সাথে একটি তাড়াহুড়ো করে ডাকা সংবাদ সম্মেলনে বক্তৃতা করে তারিন বলেন যে, এ প্রকল্পের অধীনে প্রদেশে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে, স্থানীয়দের জন্য ৮ হাজার নতুন চাকরি তৈরি করবে। এক্সপ্রেস ট্রিবিউন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জাফর ২৩ মার্চ, ২০২২, ৩:৪৭ এএম says : 0
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একজন যোগ্য নেতা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন