শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আগেই ডিম দিচ্ছে পাখিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৩ এএম

বসন্তের আগমন একটি বড় উৎসব। এসময় দিনগুলো দীর্ঘ হয়, গাছপালা ফুলে ফুলে ভরে যায় এবং মৌমাছির কর্মকাÐও বেড়ে যায়। কিন্তু আবহাওয়া সংকটের কারণে বসন্তের শুরুর এই দিনগুলোতে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। গবেষণা বলছে, এক শতাব্দী আগের তুলনায় পাখির অনেক প্রজাতি এখন এক মাসে আগে বাসা বাঁধছে এবং ডিম পাড়ছে। যুক্তরাষ্ট্রের গবেষকরা শিকাগো অঞ্চল থেকে সংগ্রহ করা ডিমের নমুনা থেকে বাসা বাঁধার ধারা বিশ্লেষণ করেন। তারা ৭২টি নমুনা সংগ্রহ করেন, তার এক তৃতীয়াংশ আগের তুলনায় প্রতি বছরই এক মাস আগেই বাসা বাঁধা শুরু করেছে। বøুজেস, ইয়েলো ওয়ার্বলারস এবং ফিল্ড স্প্যারোসহ এসব প্রজাতি ১০০ বছর আগে যে সময়ে ডিম বসাতো তার তুলনায় এখন গড়ে ২৫ দিন আগেই ডিম বসাচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পরিবেশে তাপমাত্রা বেড়ে যাওয়াতেই পরিস্থিতির এমন পরিবর্তন হয়েছে যেটা দীর্ঘকাল অপরিবর্তনীয় ছিল।

ফিল্ড মিউজিয়ামের পাখিদের কিউরেটর এবং এই গবেষণার মূল লেখক জন বেটস বলেন, এমন তথ্য খুবই হতবাক করার মতো। এমন ঘটনা নিশ্চিত ইঙ্গিত দেয় যে, আবহাওয়া পরিবর্তনের তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছে পাখিদের আচরণের উপরও। আবহাওয়ার প্রভাব বিষয়ে আমরা যতগুলো গোলকধাঁধায় পড়েছি, তার একটি এটি। এনিমেল ইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণাটি ১৮৮০ থেকে ১৯২০ সালে সংগ্রহ করা ডিমের তথ্যের ভিত্তিতে করা। ডিম সংগ্রহ করার ওই সব বক্সে হাতে লেখা লেবেল থাকতো। যেখানে পাখির ধরন এবং কখন এসব ডিম সংগ্রহ করা হয়েছিল সেসব উল্লেখ থাকতো। সেই সব তথ্যের সঙ্গে বেটসের সহকর্মী বিল স্ট্রসবার্গার এবং শিকাগোর ইলিনয়েস ইউনিভার্সিটির বিবর্তনীয় পরিবেশবিদ ক্রিস হেলানের আধুনিক বাসা বাঁধার তথ্যগুলোর তুলনা করে এমন ফলাফল পাওয়া যায়। সূত্র : এনিমেল ইকোলজি জার্নাল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন