শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহের মৌসুমী শপিং মলে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ, (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৪:৩৭ পিএম

ঝিনাইদহ শহরের অভিজাত শপিং মল মৌসুমী শপিং মলে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিতে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সেখানে অভিযান চালায়। অভিযান সুত্রে জানা যায়, মৌসুমী শপিং মলে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, আমদানী কারক বাদে অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রিসহ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, আমদানী কারক বাদে অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রিসহ নানা অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক। সেসময় ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য সুরাইয়া পারভীন মলিসহ অন্যান্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন