শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র প্রতারণার অভিযোগে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৫:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা অভিযোগে হায়াত মাহমুদ (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টা জেলা শহরের গ্রীনভিউ স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া হওয়া হায়াত নওগাঁরর হাট শিবপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

গ্রীনভিউ স্কুল কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, কথাবার্তা আর চলা ফেলায় সন্দেহজনক হওয়ায় সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে হায়াত কে আটক করে বিশেষ গোয়েন্দা বাহিনী।
এ সময় গোয়েন্দা বাহিনীর সদস্যরা তার ফোনের ম্যাসেঞ্জার ও হয়ার্টআপে প্রশ্নপত্র বিষয়ক কিছু সন্দেহজনক লিখা দেখতে পায়। ফলে আসল কারণ জানার জন্য আটক করা হয়েছে।

সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়াত অসুস্থ অনুভব করেন। ফলে তাকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল সালাম জানান, হায়াত অসুস্থ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন