মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্মীয় বিধিনিষেধ প্রতিপালন প্রত্যেকটি নাগরিকের কর্তব্য--গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১১:১২ পিএম

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, রাজনৈতিক সচেতনতার পাশাপাশি ধর্মীয় বিধিনিষেধ প্রতিপালন প্রত্যেকটি নাগরিকের অবশ্য কর্তব্য। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক সচেতনতা অপরিহার্য। সেইসাথে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া যেকোনো মানুষের জন্য অপরিহার্য। সিয়াম সাধনার মাস রমজান মানুষকে সকল অন্যায় থেকে দূরে রেখে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সেই সাথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ-কষ্ট অনুধাবনেও সহায়তা করে। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত। দলের এই সাফল্যের একমাত্র হাতিয়ার কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তৃণমূলের এবং তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের গভীর আস্থা ও সুসম্পর্ক। এ সুসম্পর্কের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে জনসম্পৃক্ত এবং জনগণের দলে পরিণত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ফুলপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিধির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন।

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি. শশধর সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, গ্রামাউসের নির্বাহী পরিচালক আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা শ্রমীকলীগের আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামছুল আলম রাজু, সেচ্ছাসেবকলীগের মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সৈনিকলীগের আমজাত হোসেন, কৃষকলীগের আজিজুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন