শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈদের আগে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ২:৩৮ পিএম

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও আজ তা নেই। টানা ৩ দিন যানবাহনের প্রচণ্ড চাপের পর আজ সোমবার (২ মে) ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ফাঁকা। ঈদের আগের দিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে। ফলে কোন প্রকার দুর্ভোগ না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, গতকাল রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন