শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভারত থেকে অবৈধ পথে প্রবেশের সময় ১০ জন আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৪:৪৫ পিএম

ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১০ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। সোমবার (৯ মে) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে এদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ খবর জানান। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার বড়বাড়ী গ্রামের একটি কবরস্থান সংলগ্ন রাস্তা থেকে এই ১০জনকে আটক করে।

আটককৃতা হলেন, বরিশালের ইলুহার গ্রামের আবজাল আকন (৪১), পাবনা জেলার ফৈলজানা গ্রামের মোঃ আল মামুন (৩৯), যশোরের বাকী গ্রামের মোছঃ জোসনা খাতুন (২৮), বরিশালের খুন্না গোবিন্দপুর গ্রামের খাদিজা বেগম (২৮), বাগেরহাটের বড়সন্নাসী গ্রামের প্রবির সমাদ্দার (৪২), গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষিরার খড়িয়াটি গ্রামের মোছাঃ রোজীনা বেগম (৩০), রুমায়া খাতুন (০৬), আয়সা (০৫) ও পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩০)। আটককৃত আসামীদের বিনা পার্সপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন