মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১:৫৯ পিএম | আপডেট : ৩:১৯ পিএম, ১১ মে, ২০২২

করোনা মহামারির প্রকোপের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশিরা হজের সুযোগ পাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় সর্বনিম্ন প্যাকেজে খরচ বেড়েছে লাখ টাকার বেশি। এবার চার লাখ ৬২ হাজার টাকার কমে কেউ হজে যেতে পারবেন না।

বুধবার (১১ মে) দুপুরে সচিবালয়ে এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

এবারও দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন প্যাকেজ চার লাখ ৬২ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।

প্রতিমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১০০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। আর প্যাকেজ-২ এর যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন