শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

৪১১ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১০:৪৬ এএম

চলতি বছর হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। রোববার (৫ জুন) সকাল ৯টা ১৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন ৪১১ হজযাত্রী।

সকাল ১০টায় হজ ক্যাম্পের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

সাইফুল ইসলাম জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাই ও সৌদিয়া এয়ারলাইনসের ৫১টি ফ্লাইট পরিচালনা হবে।

এ বছর সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচায় হজে যাওয়া যাচ্ছে।

২০১৯ সালে ঘোষিত হজ প্যাকেজের চেয়ে এবার হজে যাওয়ার খরচ লাখ টাকা বেড়েছে। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন