শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিজিবির হাতে দুই পাচারকারীসহ দুই কোটি সত্তর লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:০৫ পিএম

বিজিবির ৩৪ ব্যাটালিয়ন এর সদস্যরা উখিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি
৭০ সত্তর লক্ষ টাকা মূল্যের ৯০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুইজন পাচারকারীকে আটক করে।
১৩ মে রাত ০৩ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপির একটি টহল দল বিওপি হতে ১.৫ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে ৪১ সীমান্ত পিলার হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে ঘুমধুম ইউপি'র চাকমাপাড়া কলাজাইং টিলা নামক স্থানে পরিত্যক্ত বাড়িতে
অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
আটক ২ জন আসামী যথাক্রমে- লামংগ্যা তংচংগ্যা (২৮), পিতা- জিন্যাউ তংচংগ্যা ও লাতাইমং তংচংগ্যা (৩৬), পিতা-মৃত রাশি অং তংচংগ্যা। উভয়ের গ্রাম-রেজু গর্জনবুনিয়া, পোষ্ট চাকবৈঠা, থানা-নাইক্ষংছড়ি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন