দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ২৪শ পিস ইয়াবাট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়,থানার এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ী তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলা উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর ছেলে
মাদক ব্যবসায়ী মোঃ শফি (৪৮)কে আটক করে তল্লাসী চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য সাত লক্ষ বিশ হাজার টাকা। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৩, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন