আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুসরণ করা কূটনৈতিক রীতিনীতি ও মূল্যবোধের আলোকে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। সিএনএনের সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। আফগানিস্তান এখনো যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে কিনা সাক্ষাতকার গ্রহণকারীর এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
হাক্কানি বলেন, দোহা সমঝোতার ব্যাপারে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিতে সই হওয়ার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে শত্রু, পরাজয় ইত্যাদি বিষয়গুলোর আর অস্তিত্ব নেই।
তিনি বলেন, জাতি হিসেবে আমরা নিজেদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ মনে করি। আমরা যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন