ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম আড়পাঙ্গাশিয়া বাজারে ১নং খাস খতিয়ানে নির্মিত ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে ১নং খাস খতিয়ানের সরকারী জায়গা দখল করে অবৈধভাবে ৬টি স্থাপনা নির্মাণ করেন স্থাণীয় মোঃ সরোয়ার হোসেন হাওলাদার, মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, মোঃ শাহজাহান হাওলাদার, মোঃ নুরু মিয়া হাওলাদার, মোঃ মিলন হাওলাদার ও ভূমি অফিসের সাবেক চেইনম্যান মোঃ ইউসুফ আলী মাতুব্বর। ওই জমিতে সকল অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে ইউনিয়ন ভূমি অফিস থেকে বারবার নোটিশ দেয়া হয়। নির্মিত স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ (শনিবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম এসকেভেটর মেশিন দিয়ে ১নং খাস খতিয়ানের ওই ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
উচ্ছেদ হওয়া ভুক্তভোগী মোঃ সরোয়ার হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, বিনা নোটিশে আমাদের উচ্ছেদ করা হয়েছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আড়পাঙ্গাশিয়া বাজারে ১নং খাস খতিয়ানের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন