পাবনার চাটমোহরে শনিবার পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল ও ১৫০ গ্রাম গাঁজা।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর সড়কপাড়া ফিলিং স্টেশনের পাশ থেকে মাদক ব্যবসায়ী তমাল খন্দকার (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেলটি।
এদিকে একই দিনে সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর গ্রামের জাবেদ আলীর বাড়ির পাশে রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ব্যবসায়ী হরিপুর মসজিদপাড়া গ্রামের সারদুল প্রাং (৫০) ও আঃ সালাম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান,মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসাযীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন