সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সিনেমাটির নামে গল্প চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। সেই সাথে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।
আইনি নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’
এ ভাবনা ‘চুরি’র বিষয়টি প্রথম সবার সামনে আনেন কুণাল ঘোষ। তিনিই দাবি করেন, ২০১২ থেকে ছবির শুটিং চলছে। কাজ করছেন এ রাজ্যেরই সংষ্কৃতি মনস্ক কিছু পুলিশকর্মী। প্রচারের অভাবে আসল টিম কোণঠাসা হয়ে পড়েছে। অপরাজিত কি আদৌ মৌলিক ভাবনা কি না বলে প্রশ্ন রাখেন। এ ছাড়াও দুটো ছবির থিম যে এক, এটা জেনে নাকি না জেনে? সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।
কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন