র্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় মোঃ কায়েসুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এর সহায়তায় র্যাবের একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায়, পাহাড়ের পাশে ইটভাটা স্থাপন করায় এবং পরিবেশ বান্ধব অত্যাধুনিক চিমনি না থাকার অপরাধে ফৌজদারি কার্যবিধি ২৪৩ ধারা মতে KRS ব্রিকফিল্ড এবং TSB ব্রিকফিল্ড দুইটি ধ্বংস করে এবং বন্ধ করে দেয়।
র্যাবের ল’ এন্ড মিডিয়া শাখার পক্ষে অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন