শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা, পরিচালককে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট নামের একটি অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আবু বকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। একই সাথে প্রতিষ্ঠানটিকে সিলগালা করার আদেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন মোরেলগঞ্জে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তাদের কোন বৈধ কাগজপত্র নেই। এ কারণে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবু বকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন