বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের চর আলগী নজির মিয়ার পুল এলাকায় আজ শুক্রবার সকালে অবৈধ ড্রেজার বসিয়ে খাল থেকে বালু উত্তোলনের সময় তা পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান অবৈধ এ ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেন।
স্থানীয়রা জানায়, বাহারুল নামে ব্যক্তি বাউফলের দাশপাড়া ইউনিয়নে বিভিন্ন খাল থেকে টাকার বিনিময়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্থানীয় লোকজনের পুকুর, ডোবাসহ ভিটা ভড়াট করে আসছিল।
এ খবর পেয়ে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান ঘটনার দিন সকালে ঘটনাস্থলে গিয়ে অবৈধ ওই ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেন। এ সময় ড্রেজারের মালিক বাহারুল কৌশলে কেটে পরেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন