শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সভা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৮:২৭ পিএম

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৭দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ জুন) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের আয়োজনে লৌহজং উপজেলার শিমুলিয়া (মাওয়া) প্রান্তে বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজ ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন মো. মঞ্জুরুল আলম, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য: ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে ৭দিন ব্যাপী জামকালো আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৭ জুন, ২০২২, ১০:২৭ পিএম says : 0
আর কত আদের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা তোমরা ধ্বংস করবা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন