বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টুইটার কেনার পর প্রথম বার কর্মীদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন ইলন মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৭:৩৬ পিএম

টুইটার কেনার পর এই প্রথম বার মাইক্রোব্লগিং সাইটের কর্মীদের মুখোমুখি হচ্ছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।

আগামী বৃহস্পতিবার সকালে টুইটার কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন টেসলা-র সিইও। জানা গিয়েছে, সেখানে কর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন ইলন।

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান ওই উদ্যোগপতি। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নেন মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। কিছু দিন আগে টেসলা-য় কর্মখালি আছে বলে একটি টুইট করেন মাস্ক। যার জেরে ‘ট্রোলড’ হতে হয় ধনকুবেরকে। সূত্র: টাইমস নাউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন