শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমার কন্যার মা আমারই সৎকন্যা! ইলন মাস্কের বাবার স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৫:৪৬ পিএম

আবার খবরের শিরোনামে আমেরিকার ধনকুবের টেসলার মালিক ইলন মাস্ক। এ বার সৌজন্যে তার বাবার স্বীকারোক্তি। ইলনের বাবা জানালেন, তার এক কন্যাসন্তান রয়েছে, যার কথা এত দিন গোপন করেছিলেন তিনি। তার বয়স তিন!

ইলন মাস্কের বাবা এরোল মাস্ক। পেশায় ইঞ্জিনিয়র এরোল থাকেন দক্ষিণ আফ্রিকায়। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তার স্বীকারোক্তি, ‘‘আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।’

ইলন মাস্কের বাবার কথায়, ‘এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।’ এর পরই তিনি জানান, তার ৩৫ বছরের সৎকন্যা জানা বেজুইডেনহাউট তার মেয়ের মা! এরোলের স্বীকারোক্তি, এই সন্তানের ব্যাপারে তাদের পরিকল্পনা ছিল না। ২০১৯ সালে তার জন্ম হয়। জন্মের পর মায়ের কাছেই থাকে সে। তবে সেটা এত দিন গোপন করেছেন তারা।

৭৬ বছরের এরোল মাস্ক জানান, এর আগেও তার ও সৎমেয়ের একটি পুত্রসন্তান রয়েছে। সেই শিশুর জন্ম ২০১৭ সালে। তারা সেই শিশুর নাম রেখেছেন এরোল ইলিয়ট মাস্ক। সব মিলিয়ে ৭৬ বছর বয়সি এরোলের সাত সন্তান রয়েছে। ইলন মাস্কের সৎমায়ের নাম হেইড বেজুইডেনহাউট। ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তার পর হেইডকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা।

এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম— ইলন, কিম্বল এবং টসকা। অন্য দিকে, এরোলের দ্বিতীয় পক্ষের স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিল হেইডের। তারই নাম জানা। এরোল জানিয়েছেন, সেই সৎকন্যাই তার আরও দুই সন্তানের মা।

এরোল এ-ও জানান, তার পরিবার যখন জানার ব্যাপারে জানতে পারেন, সবাই মানসিক ধাক্কা পান। তার দাবি, সেটা হয়তো স্বাভাবিকও। এরোলের কথায়, ‘ওরা এটা একেবারেই পছন্দ করেনি। এখনও এ নিয়ে ওদের অনেক প্রশ্ন রয়েছে।’

সৎমেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এরোল বলেন, ‘ছেলেমেয়েরা এ ব্যাপারটা একেবারেই মেনে নেয়নি। যতই হোক, তাদের এক বোনের সঙ্গে সম্পর্ক আমার। সৎবোন।’ কিছু দিন আগে ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তখন ছেলের বিয়ে এবং সন্তান নিয়ে টিপ্পনী করতে শোনা গিয়েছিল এরোলকে।

ইলনের সঙ্গী শিভন জিলিসের নভেম্বরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর ফলে বর্তমানে ইলনের নয় সন্তানের বিষয় জানা গিয়েছে। যা নিয়ে এরোল বলেছিলেন, নাতি-নাতনিদের হিসেব রাখা ভীষণ সমস্যার হয়ে উঠেছে! সূত্র: টাইমস নাউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন