নোয়াখালীর সেনবাগে সেলিম ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠনে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার গভীর রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইটভাড়িয়া পশ্চিমপাড়ার। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেলিম মিয়া।
প্রতিদিনের মত রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার সময় হঠাৎ খবর আসে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ¦লছে। দ্রুত ছুটে এসে উপস্থিত লোকজনের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য আলী হায়দারের প্রধান পরিচালক ছিলেন সেলিম। নির্বাচনের প্রতিপক্ষরা অগ্নিসংযোগ করেছে বলে তিনি দাবী করেন।
খবর পেয়ে ছুটে আসেন নবানর্বাচিত চেয়ারম্যান আবদুল হক সুমন, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূইয়া, সেনবাগ থানার এস আই বিকাশ, স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ, নবনির্বাচিত ইউপি সদস্য আলী হায়দারসহ গণ্যমান্য লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চত করেন চেয়ারম্যান আবদুল হক সুমন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তিনি বলতে পারেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন