মহানবী (সা.) কে নিয়ে বিজেপির দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করেনি। কিন্তু রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, মহানবী (সা.) কে নিয়ে এই বিতর্কে যে ভাবে উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। ২০২৪ সালে মানুষ বুলডোজার হয়ে বিজেপিকে উত্তর দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মমতার সাফ কথা, ‘কোন গণতন্ত্রে আছে যে আপনার সঙ্গে মতে মেলেনি বলে প্রয়াগরাজে বুলডোজার নিয়ে বাড়িঘর ভেঙে দিলেন? কোন কোর্ট ভাঙতে বলেছে? মনে রাখবেন ২০২৪ সালে মানুষ আপনাদের বুলডোজার দেবে। এক-একটা মানুষ বুলডোজার সাজবে এবং ভোটের বাক্সে জবাব দেবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু ভাইবোনদের আবেদন করব, বিজেপির কে একটা প্ররোচনা দিল, তাই নিয়ে সঙ্গে সঙ্গে আপনারাও রাস্তায় নেমে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করবেন না। এতে বিজেপির অ্যাডভান্টেজ হয়। বিজেপিকে অ্যাডভান্টেজ দেবেন না। সেদিন হাওড়ায় যে ঘটনা ঘটেছে, আমি নিজে বলেছি প্রত্যাহার করতে। কারণ এগুলো আসল মুসলিমরা করেননি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন