শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পুলিশ পরিচয়ধারী এক প্রতারক আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:৫৭ পিএম

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পুলিশ পরিচয়ধারী এক প্রতারক গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এরুপ অপরাধ চক্রকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব সদা তৎপর। অদ্য ২৬ জুন ২০২২ ইং তারিখ বিকাল ১৮:১০ ঘটিকার সময় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হরিণগাছি গ্রামে” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতারক মোঃ রনি ইসলাম (২৫), পিতা-মোঃ রহমত মন্ডল, সাং-হরিণগাছি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীর নিকট হতে পুলিশের ইউনিফর্ম ০১টি, মোবাইল ফোন-০১টি এবং সীম কার্ড-০১টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন