শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীর হিটওয়েভ বিষয়ে রাসিক মেয়রের সাথে জার্মান ও ডেনিস রেডক্রসের প্রতিনিধিদের মতবিনিময়

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ২:৩০ পিএম

হিটওয়েভ থেকে রাজশাহী মহানগরীর স্লাম এরিয়ায় বসবাসরতদের কষ্ট লাঘবে রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে একটি প্রকল্প গ্রহণ করেছে জার্মান ও ডেনিস রেড ক্রস।
প্রকল্প বিষয়ে সোমবার সন্ধ্যায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে জার্মান ও ডেনিস রেডক্রসের প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় জার্মান রেড ক্রসের প্রজেক্ট ডেলিগেট জলিল লিওন, ডেনিস রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইমালাইন আনতারান মানাগবাং, প্রজেক্ট ম্যানেজার সাজেদুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, প্রফেসর তানবিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন