শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দু বছর পরে দক্ষিণাঞ্চলের ঈদগাহে ফিরল ঈদ উল আজহার নামাজ

প্রধান জামাত বিশ্ব জাকের মঞ্জিল ছারছিনা ও চরমোনাই দরবার শরিফে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২২, ১০:৩১ এএম

করোনা মহারীর সংকট শুরুর দুবছর পরে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঈদগহে ঈদ উল আজহার নামাজ আদায় করা হল। সাথে এ অঞ্চলের পাঁচ সহশ্রাধীক মসজিদে নামাজ আদায়ের মধ্যে নিয়ে পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে । বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় মহানগরীর প্রধান জামাতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ নগরীর বিশিষ্টজনেরা নামাজ আদায় করেন। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও বায়তুল মোকাররাম মসজিদ সহ নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেন।
সকাল থেকে ভিন্ন ভিন্ন সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতে অনেক এলাকাতেই পশু কোরবানিতে কিছুটা বিঘ্ন ঘটে। তবে বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হওয়ায় খুব সংকট তৈরী হয়নি।
দক্ষিণাঞ্চলের সর্বৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে । দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন এ দরবার শরিফে ঈদের নামাজ আদায় শেষে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতে অংশ নেন। এ দরবার শরিফে অঅগত মুসুল্লিয়অনগন পাশু কোপরবানি ও তবারক গ্রহন শেষে যার যার বাড়িতে ফিরবেন।
এছাড়া বরিশালের চরমোনাই দরবার শরিফে হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর ছাহেব বিশাল ঈদ জামাতে ইমামতি করেন। পিরোজপুরের ছারছিনা দরবার শরিফ, ঝালকাঠীর নেসারাবাদ দরবার শরিফ, বরগুনার মোকামিয়া দরবার শরিফ, পটুয়াখালীর মিজাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফো (রঃ) দরবার শরিফেও প্রধান ঈদ জামাতগুলোতে বিপুল সংখ্যক মুসুল্লী নামাজ আদায় করেন।
এছাড়া বরিশাল ল কলেজ জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, নুরিয়া স্কুল জামে মসজিদ, কালু খান বাড়ি মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, বটতলা হাজী উমর শাহ (রঃ) জামে মসজিদ, সার্কুলার রোড মোল্লা বাড়ি জামে মসজিদ, জেলখানা মসজিদ, অক্সফোর্ড মিশন রোড বাইতুল নূর ইদ্রিসিয়া জামে মসজিদ, ফরেষ্ট্রার বাড়ি জামে মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মসজিদ এ নুর মারকাজ মসজিদ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদ, সরকারী বিএম কলেজ মসজিদ ও সরকারী বরিশাল কলেজ মসজিদ সহ নগরীর ছোট বড় সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের উজিরপুরে দেশের অন্যতম বৃহত দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদেও বিভিন্ন এলাকার মুসুল্লীয়ানগন ঈদের নামাজ আদায় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন