নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মাহিমা (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছেন।
নিহত মাহিমা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর মাহিমা ও অন্য আহতদের উদ্ধার করে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকার আফতাবনগর থেকে কয়েকজন পানাম সিটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে মাহিমা নামে একজন মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ডে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ১১৮৬২) ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা পরপরই সৌদিয়া পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন