মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আবারও লোকালয়ে সুন্দরবনের অজগর

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৭:৫৯ পিএম

সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের একটি বাড়ির হাঁস মুরগির খোপ থেকে একটি অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট, ওজন ১৫ কেজি। আজ শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বনসংলগ্ন কচুবুনিয়া গ্রামের ইউসুফ গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন বন্য প্রাণী রক্ষাকারী সংগঠন ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

অজগরটি খোপে থাকা তিনটি হাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক ইউসুফ গাজী বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি বড় একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে ভিটিআরটি’র সদস্যদের খবর দিই। তারা এসে এটি ধরে নিয়ে যান।

বনবিভাগের বরইতলা বন টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে গত দেড় মাসে কমপক্ষে ৭ টি অজগর উদ্ধার করা হয়েছে। খাবারের খোঁজে মূলত অজগরগুলো লোকালয়ে প্রবেশ করছে বলে জানিয়েছে বনবিভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন