শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরবন লোকালয়ে আবারও অজগর !

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৫:৪৪ পিএম

সুন্দরবন সংলগ্ন মোংলার লোকালয় থেকে প্রায় ১৩কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা। আজ রোববার (৭ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনের জালে আটকে পরে অজগর সাপটি। সংবাদ পেয়ে ভিলেজ টাইগার সেরপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।
ভিটিআরটি টিম লিডার আলমগির শিকদার জানান, ইদানি প্রায়ই আমরা খবর পাচ্ছি বন্য প্রাণী বিশেষ করে হরিণ, বানর ও অজগর সাপ লোকালয়ে চলে আসছে। এখানকার গ্রামগুলি বনের খুব কাছাকাছি হওয়ায় এসকল প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। আমরাও তাদেরকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় বনে ফিরিয়ে দিচ্ছি।
পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়লে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। সাপটিকে উদ্ধারকরে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন