শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দিগুণ ভাড়া আদায়; বিপাকে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৬:৩৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা আগামী কাল ২৫ জুলাই (সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সুযোগে যানজটের অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করছেন রাজশাহী মহানগরের রিকশা ও অটোরিকশা চালকেরা। এ বছর ভর্তিযুদ্ধে অংশ নেবেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী।

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে চালকদের বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাবি ক্যাম্পাসে আসতে রিকশায় যেখানে ৪০-৫০ টাকা ভাড়া, সেখানে ১০০-১২০ পর্যন্ত ভাড়া নিচ্ছেন চালকরা। অটোরিকশার ভাড়া ১২ টাকা, নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা। ক্যাম্পাস ছাড়া যে কোনো জায়গায় যেতে হলে আগের তুলনায় দিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের।

ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই রিকশা বা অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে আসতে হচ্ছে ক্যাম্পাসে। ভাড়া নিয়ে দরকষাকষি করলেও কোনো লাভ হচ্ছে না। একজন না উঠলেও অন্য আরেক যাত্রী ঠিকই পাচ্ছেন চালকরা। পাশাপাশি সব চালককে একই ভাড়া চাইতে দেখা গেছে।

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা মো. আল মামুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে রাবির মন্নুজান হল থেকে ভর্তি পরীক্ষা দেবে। রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর ক্যাম্পাসে যাবো বলে রিকশা ভাড়া জিজ্ঞেস করি। চালকরা ১০০-১২০ ভাড়া চায়। রাজশাহীর অলিগলি তেমন ভালো চিনি না। তাই বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে ক্যাম্পাসে যেতে হচ্ছে।’

বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসা রাকিবুল ইসলাম রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশন নামার পর বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে যাবো। ভাইয়া বলে দিয়েছে সর্বোচ্ছ ভাড়া ৫০ টাকা নেবে কিন্তু রিকশাচালক ১৪০ টাকা চাচ্ছে। অটোরিকশা চাচ্ছে ২৫ টাকা। আগে কখনো রাজশাহীতে আসিনি তাই এতকিছু চিনি না। ফলে বাড়তি ভাড়া দিয়েই যেতে হচ্ছে ক্যাম্পাসে।’

ভর্তিচ্ছুদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে আদনান নামের এক রিকশাচালক বলেন, ‘যানজটের কারণে ১০ মিনিটের জায়গায় ২০ মিনিট লাগছে। এতে সময় নষ্ট হচ্ছে। এ কারণে সবাই বেশি ভাড়া নিচ্ছে, আমিও নিচ্ছি। যানজট কমে গেলে ভাড়াও কমে যাবে।’

শহরের কোন রুটে অটোরিকশার ভাড়া কত সেই তালিকা অনেক দিন আগেই করে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। কিন্তু রিকশার কোনো ভাড়া নির্ধারিত নেই। ভর্তি পরীক্ষায় যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য অটোরিকশার চালক-মালিকদের সঙ্গে আলাদা আলাদাভাবে সভা করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও রাসিক। সেখানে বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরুর আগেই বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা।

শিক্ষার্থীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকায় আমরা সরাসরি পদক্ষেপ নিতে পারি না। তবে আমি এখনই রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছি এবং তদারকির জন্য লোক পাঠাচ্ছি।’

এ বিষয়ে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু বলেন, এরই মধ্যে রিকশা-অটোরিকশার ভাড়ার বিষয়ে সিটি করপোরেশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। চলাচল সুবিধার জন্য শহরের অটোরিকশাগুলোকে দুই শিফটে ভাগ করা হয়েছে। ভাড়া বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ প্যানেল মেয়র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন