শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শান্তিতে নোবেলজয়ী ডেভিড ট্রিম্বল আর নেই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১১:২৭ এএম

১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তির অন্যতম উদ্যোক্তা ও শান্তিতে নোবেলজয়ী ডেভিড ট্রিম্বল (৭৭) মারা গেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেভিড ট্রিম্বলের আলস্টার ইউনিয়নবাদী পার্টি (ইউইউপি) এক বিবৃতিতে বলেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডেভিড ট্রিম্বল মারা গছেন। তার পরিবার জানিয়েছে, ডেভিড ট্রিম্বল অসুস্থতাজনিত কারণে আজ শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
গুড ফ্রাইডে চুক্তিতে ভূমিকা রাখার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডেভিড ট্রিম্বল।
গুড ফ্রাইডে চুক্তির ফলে উত্তর আয়ারল্যান্ডে ৩০ বছরের জাতিগত-জাতীয়তাবাদী সহিংসতার অবসান ঘটে। এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়।
ট্রিম্বল এবং আইরিশ জাতীয়তাবাদী নেতা জন হিউম যৌথভাবে ১৯৯৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন