শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বদরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বদরগঞ্জ(রংপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৫:১৮ পিএম

রংপুরের বদরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার(২৭জুলাই)উপজেলার লোহানীপাড়া ইউপির মাদাইখামার জেলে পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার লোহানীপাড়া ইউপির মাদাইখামার জেলে পাড়া গ্রামের দুলাল চন্দ্রের ছেলে সাগর চন্দ্র(২১) এর সাথে রংপুরের পীরগঞ্জ পৌরসভার উজিরপুর মহল্লার কেশব চন্দ্রের মেয়ে কৃষ্ণা রানি(১৪) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই মধ্যে প্রেমিক সাগর চন্দ্রের অন্যত্র বিয়ের কথা শুনে প্রেমিকা কৃষ্ণা রানি বিয়ের দাবিতে সাগরের বাড়িতে অনশন শুরু করে। এ দিকে,কৃষ্ণা রানি বদরগঞ্জে চলে আসার খবর পেয়ে কৃষ্ণার বাবা ও মা ছেলের বাড়িতে চলে আসে।
কৃষ্ণা রানি জানান,সাগরের সাথে আমার একাধিবার দৈহিক সম্পর্ক হয়েছে। আমাকে সাগর বিয়ে না করলে আমি বাড়ি ফিরে যাব না।
সাগরের বাবা দুলাল চন্দ্র জানান,যেহেতু উভয় পরিবারের সবাই আমার বাড়িতে আছে বিষয়টি আলোচনা করে যা ভাল হবে তাই করা হবে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান,এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন