রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করে মুগ্ধ ব্রিটিশ হাই কমিশনার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৬:৩৬ পিএম

রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম এ জাদুঘরটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিচালিত এই গবেষণা জাদুঘরটি পরিদর্শন করে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার চ্যাটার্টন ডিকশনকে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করেন। গবেষণা জাদুঘরটির অব্যবহৃত ধাতব প্রতœভাস্কর্য, টেরাকোটা, মুদ্রা ও পা-ুলিপি, ধাতবসামগ্রী এবং শিলালিপিগুলো কীভাবে কাজে লাগিয়ে এখানকার মানবসম্পদ উন্নয়নে কাজ করা যায় সে ব্যাপারে চ্যাটার্টন ডিকশনের জানান অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
ব্রিটিশ হাই কমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘরটি পরিদর্শন শেষে নিজে মুগ্ধতা ও সন্তোষ প্রকাশ করেন এবং জাদুঘরটির অব্যবহৃত শিলালিপি ও পুঁতিগুলো সংরক্ষণে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পা-ে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর ডিরেক্টর টম মিসসিসসিয়া, ব্রিটিশ কাউন্সিলেরর হেড অব আর্টস নাহিদ ইদ্রিস প্রমুখ।##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন