সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ভেজালবিরোধী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

কর্পোরেট রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও অন্যান্য জেলা কার্যালয়ের ১১ কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, রাজবাড়ী, টাঙ্গাইল, দিনাজপুর, জয়পুরহাট, বরিশাল, বাগেরহাট, পঞ্চগড় ও চাঁদপুরে গতকাল বাজার অভিযানে এই জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ক্যাস অ্যান্ড কারি ফার্মাকে ৪০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল-ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিনা বেগমের নেতৃত্বে ঢাকা মহানগরীর নিউমার্কেট, ধানমÐি ও হাজারীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আমতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও রসুইকে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আল-অ্যারাবিয়ান ও মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার করে ২০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন