মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৭টি ড্রেজারকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার এই অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার বলেন, সরকারি নির্দেশ অমান্য করে ড্রেজারের মাধ্যমে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার (ইউএনও) মো. আব্দুল আউয়ালে নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি৷ এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১৭টি ড্রেজার আটক করা হয়৷ বৃহস্পতিবার বিকেলে ১৭টি ড্রেজারকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন