শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে তিন ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম

নোয়াখালীর সেনবাগে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে তিন ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন, অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, ভোক্তাদের অভিযাগের ভিত্তিতে ছাতারপাইয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মাহি ফার্মেসীর আমিনুল হককে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসীর ফারুক হোসেনকে ১০ হাজার টাকা ও সুনীল ফার্মেসীর রানা দাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে বাজারের সকল ফার্মেসীকে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন