খাগড়াছড়ি রামগড় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্য পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিপণন করার অপরাধে পৃথক অভিযানে ৩ ব্যবসায়ী জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ জরিমানা করেন।
কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং লাইসেন্স বিহীন কৃষি পণ্য বিপণন করার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ সচেতনতারলক্ষে সাময়িক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন