শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৭:২৭ পিএম

শেরপুর শহরের একটি ইলেক্ট্রনিক্স ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার
টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২ আগস্ট
মঙ্গলবার দুপুরে প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ওই
অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শেরপুর
শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওইসময় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ
বিক্রয় মূল্য (এমআরপি) না থাকার অভিযোগে শহরের রঘুনাথবাজারস্থ মিলন
ইলেক্ট্রনিক্স শো-রুমে ১০ হাজার টাকা ও মুন্সিবাজার এলাকায় তাজ বেকারিতে
১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল
আহমেদ জানান, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা
করছি। আজ অভিযানকালে দুইটা প্রতিষ্ঠানে প্যাকেটজাত পণ্যের গায়ে এমআরপি
না থাকায় এবং কিছু বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকার
কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন