মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হেয় করতেই ৩৩ পৃষ্ঠার মিথ্যাচার : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভারতে নরেন্দ্র মোদি সরকার তার অভ্যন্তরীণ সমস্যা মহারাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ, সা¤প্রদায়িক উত্তেজনা, সর্বকালের উচ্চ বেকারত্বের হার, ৩০ বছরের মধ্যে রেকর্ড উচ্চ পাইকারি মূল্য সূচক এবং ভারতীয় মুদ্রার অবমূল্যায়নের মতো কিছু বিষয় থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্য খাতে প্রবাহিত করার জন্য আরেকটি তথ্যবিভ্রাট করে মিথ্যাচার ছড়ানোর পরিকল্পনা করেছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স¤প্রতি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের মানহানি করার জন্য একটি ৩৩ পৃষ্ঠার একটি ডসিয়ার তৈরি করেছে, যাতে ব্যাপক মিথ্যা তথ্য রয়েছে। রাহুল গান্ধী ইতিমধ্যেই অদূর ভবিষ্যতে মোদী সরকারের সম্ভাব্য বিক্ষেপ প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন। ভারত এমন একটি রাষ্ট্রের একটি ধ্রুপদী মডেল যা প্রাসঙ্গিক এবং প্রশংসনীয় হওয়ার একটি মিথ্যা আখ্যান তৈরি করতে তার সমস্ত শক্তি ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে পরাজয় থেকে শুরু করে মানবাধিকার লংঘন পর্যন্ত, ভারত কতৃক অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর বা অন্য কোথাও, ভারত নিয়মতান্ত্রিক বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে তার আসল চেহারা আড়াল করার চেষ্টা করছে। অশ্লীলতা এবং দুর্বলতাকে আড়াল করার কৌশল চিরকাল চলতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রচারাভিযান এবং ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে ভারতের সম্পৃক্ততা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এটা সম্ভব যে, অমরনাথ যাত্রার সময় কোনো দুর্ঘটনা ঘটলে, ভারত তার সুনাম নষ্ট করার জন্য পাকিস্তানকে দায়ী করবে। যখন পাকিস্তান যাচাই-বাছাইয়ের পরে এফএএফটি ধ‚সর তালিকা থেকে মুক্তি পাবে, ঠিক তখনই ভারত তাদের ডিসইনফো ল্যাবগুলির মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে আজগুবি ও মিথ্যা প্রচারণা চালায়। বিশ্বকে অনুধাবন করতে হবে যে, ভারত কীভাবে তার মিথ্যা পতাকা অপারেশনের পরিকল্পনা করে, কীভাবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাদের নিজের লোকদের হত্যা করে এবং কীভাবে তারা অন্যদের মানহানি করার জন্য বানোয়াট ও মনগড়া বর্ণনা দেয়। ড্ইেলি টাইমস, ডন, মুসলিম টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন