বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক তিন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৫:১৬ পিএম

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধের চেষ্টা করায় তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।
শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শিমুলতলা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে-, বিপ্লব (২৮), রাসেল (৩০) ও আলীরেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও তাদের সহকারী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিমুলতলা এলাকায় শতাধিক লোকজন জড়ো হতে থাকে। তারা সড়কের অবরোধসহ লাঠি হাতে বিক্ষোভের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া দিয়ে লাঠিসহ তিনজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন