শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ তৃতীয় ব্যান্ড ফেস্ট

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুুষ্ঠিত হবে এই ব্যান্ড ফেস্ট। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নেবে বাংলাদেশের ২৭টি ব্যান্ডদল। সকাল ১১.০৫ মিনিটে এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে তৃতীয় ব্যান্ড ফেস্ট’র। ‘উচ্চারণ’-এর পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হবে ব্যান্ড ফেস্ট উৎসব। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে ব্যান্ডদল এলআরবি। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ব্যান্ড ফেস্ট’১৬ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, মৌসুমী বড়–য়া, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে উচ্ছারণ, অবসকিউর, তীরন্দাজ, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্ল্যাক, জলের গান, ডিপারেন্ট টার্চ, দূরবীন, মেহরীন, শিরোনাহীন, বাংলাদেশ, মেট্টিক্যাল, স্পন্দন, কার্নিভাল, দ্য ম্যানেজার, তরুণ, কনক্লুশন, সিন, পরাহো, যাত্রী, এল আরবি-সহ ২৭টি ব্যান্ড দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন